পাবনার আতাইকুলা থানার ওসি মো. আকরাম হোসেনকে মঙ্গলবার রাতে পাবনা পুলিশ ওয়ারে (পুলিশ লাইনে) প্রত্যাহার করা হয়েছে।। তার স্থলে বগুড়া থেকে বদলি হয়ে আসা পরিদর্শক ফাইজুল ইসলামকে আতাইকুলা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান ওরফে মজনু, সুলতান আহমেদ এবং আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ মামুন এবং রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রোববার মারা যান। এ ঘটনায় এজারভুক্ত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।