সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আটাব নির্বাচনে বিজয়ী হলেন শাহীদ চৌধুরী : অভিনন্দন

file (1) খবরিকা রিপোর্ট :: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচনে বিজয়ী হয়েছেন মীরসরাইয়ের কৃতি সন্তান, সিটিকম ট্রাভেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শাহীদুল ইসলাম চৌধুরী।
গত ৬ জুন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এসএম মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃতে গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট ২০১ ভোটের ব্যবধানে পুর্ন প্যানেল জয়লাভ করেন। শাহীদুল ইসলাম চৌধুরী ব্যবসার পাশাপাশি রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কের দায়িত্বে রয়েছেন। এদিকে শাহীদুল ইসলাম চৌধুরী আটাব নির্বাচনে বিজয়ী হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম ও মীরসরাই উপজেলার বিভিন্ন সংগঠন। মীরসরাই সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, যুগান্তর খবরিকা স্বজন, দুর্বার প্রত্যয় ফোরাম, দুর্বার প্রগতি সংগঠন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মীরসরাই উপজেলা শাখা সহ বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। এছাড়া অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম, মীরসরাই পৌর বিএনপির আহবায়ক ফকির আহম্মদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহিম বাবলু, নুরুল আবছার মিয়াজী, উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক মনজুরুল হক বাহার, উত্তর জেলা তাতী দলের সাধারণ সম্পাদক কমিশনার নিজাম উদ্দিনপ্রমুখ।