নিজস্ব প্রতিবেদক : জোরারগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলে আজ (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টায় জোরারগঞ্জ জনতা মার্কেট চত্বরে সীরাতুন্নবী (স.) মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর খতিব আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ মোঃ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানী, বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন সাতীরা পাটকেল ঘাটা ছিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল সু-মধুর কণ্ঠস্বর মুফতি হাজী মনিরুল হক সাহেব, জোরারগঞ্জ ছুটি খাঁ জামে মসজিদের খতীব ইসলামী চিন্তাবিদ ও শিাবিদ মাওলানা নূরুল আলম তৌহিদী সাহেব। এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।