রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আগামী বছর থেকে বাড়িভাড়া ব্যাংকে নেয়া হবে

index1_165129
অর্থমন্ত্রী আবুল মাল মুহিত জানান, আগামী অর্থবছর থেকে বাড়িভাড়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেয়ার ব্যবস্থা করা হবে।এ কাজটি চলতি বছর থেকেই শুরু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে সম্ভব হয়নি বলে তিনি জানান।সোমবার সচিবালয়ে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডারসেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বাড়িভাড়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেয়া রাজনৈতিক কারণে সম্ভব হয়নি।কারণ রাজনীতি হচ্ছে একটা গেম। তবে নতুন অর্থবছরেই এটা করা হবে।সাক্ষাতে যুক্তরাজ্যের আন্ডারসেক্রেটারি ট্যাক্স নেটওয়ার্ক বাড়ানোর পরামর্শ দিয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, এ জন্য আমরা কাজ করছি। অনেক টেক্স হোল্ডার ছিল।এর মধ্যে অনেক টিআই নম্বর ছিল ভুয়া।সেগুলো যাচাই বাছাই করে এ ব্যাপারে কাজ করা হচ্ছে। পদ্মাসেতুর ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যারা বলছে পদ্মাসেতু নিয়ে কোনো কাজ হচ্ছে না তারা স্টুপিড।