বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আওয়ামী লীগ দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করেছে : মির্জা ফখরুল

image_159605.fokhrul
সরকারের পায়ের নিচে মাটি শক্ত রয়েছে” প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাটি শক্ত হলে পদত্যাগ করে নির্বাচন দিন। দেখা যাবে কার পায়ের নিচের মাটি শক্ত।শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।দুনীতির সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগ দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করেছে। জিয়াউর রহমান দুনীতির সঙ্গে জড়িত -এই ধরনের কথা জনগণের কাছে হাস্যকর।’সরকার জনগণকে বোকা বানাচ্ছে’ দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে। আবার শ্রীলঙ্কায় চাল রপ্তানির কথা বলা হচ্ছে। এসব জনগণকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়।’হজ সম্পর্কে বিতর্কিত মন্তব্য নাকি সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে সরকার থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে তার স্পষ্ট ব্যাখা চেয়েছেন ফখরুল।৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম থলের বিড়াল বের করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ অতিদ্রুত নির্বাচন চায়। এই নির্বাচন গভীর রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ।