সদ্য সমাপ্ত বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচেই ৯ উইকেট শিকার করে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে।
বিশ্বমঞ্চে যে দেশে খেলে প্রশংসা কুঁড়িয়েছেন, আবারো সেই দেশেই পা রাখলেন মুস্তাফিজ। হ্যাঁ, আইপিএল খেলতেই এখন ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন মুস্তাফিজ।
এখন আইপিএলে নিজেকে মেলে ধরার পালা। মুস্তাফিজ সেটা পারবেন বলেও আশা প্রকাশ করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
বিস্ময়বালকের প্রতি মাশরাফির চাওয়া, সানরাইজার্স হায়দরাবাদ যদি মুস্তাফিজকে সব ম্যাচ খেলার সুযোগ দেয়, তাহলে টুর্নামেন্টের নবম আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশের এই পেসার।
মুস্তাফিজকে নিয়ে টাইগার দলপতি মাশরাফি মিডিয়াকে বলেন, ‘আইপিএলে বিদেশি খেলোয়াড়ের কোটায় খেলবে মুস্তাফিজ’। জানি না, হায়দরাবাদের সব ম্যাচে খেলার সুযোগ পাবে কি না সে। যদি সুযোগ পায়, তাহলে মুস্তাফিজ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।