খাইবার পাখতুনখার একটি আসন বাদে সব জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।সোমবার দলের নেতা শাহ মাহমুদ কোরেশী পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, মঙ্গলবার আইনসভার স্পিকারদের কাছে সকল সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হবে।কোরেশী বলেন, সরকার ও পিটিআইয়ের অবস্থানের ফারাক রাত-দিন। তিনি বলেন, নওয়াজ শরিফ গত পার্লামেন্ট নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের স্বচ্ছতম নির্বাচন দাবি করেছেন। আমরা বলি এটি ছিল নিকৃষ্টতম।নওয়াজ বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন। আমরা বলি এটি ছিল ‘পক্ষপাতদুষ্ট।তবে তিনি জানান, খাইবার পাখতুনখা প্রদেশ থেকে সদস্যপদ প্রত্যাহার করা হবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সূত্র : দি ডন