আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেলে নাটোরের এনএস কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা বলেন, দেশে খুন-গুম-অপহরণ চলছে। এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। এ সময় একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতিও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন।খলেদা জিয়া বলেন, ভালো-মন্দের বিচার না করে সবাইকে গণহারে পাস দেখিয়ে আজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। এর ফলে ভালো রেজাল্ট দেখিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না শিক্ষার্থীরা। খালেদা জিয়া বলেন, আমরা সরকারে থাকার সময় নকল বন্ধ করে দিয়েছিলাম। তখন শিক্ষার্থীরা পাস করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত। কিন্তু আজ গণহারে পাসের ফলে আজ শিক্ষার্থীদের এ দূরবস্থা।এর আগে শনিবার দুপুর পৌনে ৩টার দিকে নাটোর সার্কিট হাউজে পৌঁছে খালেদা জিয়ার গাড়িবহর। সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে তিনি রওনা দেন। খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। নাটোরে এনএস (নবাব সিরাজদ্দৌলা) সরকারি কলেজ মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।