ইরাক ও সিরিয়া নিয়ে রণনীতি পর্যালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই দুই দেশে ইসলামিক স্টেটের (আইএস) দখল করা এলাকায় জোটের বিমান হানা কতখানি সফল হয়েছে, সেই প্রসঙ্গও বিশেষভাবে গুরুত্ব পায় এই বৈঠকে। হোয়াইট হাউস সূত্রে এ খবর জানা গেছে। বৈঠকে জাতীয় নিরাপত্তা টিম প্রেসিডেন্টকে ইরাক ও সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে অবহিত করে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট জো বিডেন, বিদেশ সচিব জন কেরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এবং প্রতিরক্ষা সচিব চাক হাগেল। সূত্র : কলকাতা ২৪