Monday, February 10Welcome khabarica24 Online

আইএস দমনে সৌদিতে কেরি

1gyox4et_29757

সুন্নিপন্থি ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে যা যা করা দরকার সবকিছুই করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটি ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে দিয়েছে। সিরিয়ায়ও হামলার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। এবার জোট বা কোয়ালিশন গঠনের জন্য আরব নেতাদের সাহায্য নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘বন্ধুরাষ্ট্র’ সৌদিতে বৈঠক করতে যাচ্ছেন। সেখানে সৌদি আরব ছাড়াও মিসর, জর্ডান, ইরাক, লেবানন ও তুর্কির মতো তেলসমৃদ্ধ দেশের নেতারাও থাকবেন। বৃহস্পতিবার কেরি জেদ্দার রেড সি পোর্টে পা রেখেছেন।