শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আইএস জঙ্গিদের সঙ্গে হাত মেলাল তালিবান

isis-india_156662
মধ্য-প্রাচ্যে ক্রমশ আধিপত্য বিস্তার করা জঙ্গি সংগঠন আইএসআইএলের সঙ্গে এবার হাত মেলাল পাকিস্তানের তালিবান। ফলে আরও শক্তিশালী হল আইএস জঙ্গিরা। বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ চালানোর পথে এবার আরও এক ধাপ এগোল জঙ্গিরা। এ নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ভাবিত হয়ে উঠেছেন, তবে এখনও আইএস ও টিটিপির মধ্যে আনুষ্ঠানিক যোগসূত্রের কোনো খবর জানা যায়নি।ইতিমধ্যেই আইএস জঙ্গিরা ইরাক, সিরিয়া পেরিয়ে দক্ষিণ এশিয়ায় ঢুকতে শুরু করেছে। সম্প্রতি ২০০১-র আমেরিকার হামলার মাস্টারমাইন্ডকে আল-কায়দার দক্ষিণ এশিয়ার প্রধান ঘোষণা করা হয়েছে। তারপরই আইএস জঙ্গিদের আনুগত্য শিকার করার কথা ঘোষণা করেছে আল-কায়দা।
যদিও আগেই আইএস ও আল-কায়দা যোগের সন্ধান পাওয়া গিয়েছিল। পাকিস্তানেও দেখা গিয়েছে আইএস জঙ্গিদের। এমনকি ভারতের অধীন কাশ্মীরেও দেখা গিয়েছে আইএসদের পতাকা দেখা গিয়েছে। ফলে এই যোগ ভারতের জন্য রীতিমত ভয়ের বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আইএস জঙ্গিদের লক্ষ্যকে তারা পুরোপুরি সমর্থন করছে বলে জানিয়েছে তালিবানরা।সংবাদমাধ্যমের কাছে পাঠানো একটি ইমেলে তালিবানরা জানিয়েছেন, আইএস ভাইদের জয়ে আমরা গর্বিত। তোমাদের সবরকমের সাহায্য করতে আমরা সর্বদা প্রস্তুত। শনিবার রাতে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ঈদ উল-আজহা উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে টিটিপি নেতা মাওলানা ফজলুল্লাহ সমর্থন প্রকাশ করেন।আইএসকে সম্বোধন করে ফজলুল্লাহ বলেন, শত্রুদের বিরুদ্ধে আপনাদের সাফল্য আমাদের গর্বিত করে। ভালো খারাপ সব সময়ে আমরা আপনাদের পাশে আছি। আইএসের বিরুদ্ধে যুদ্ধে নামা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথবাহিনীকে ‘শত্রু’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।টিটিপির পক্ষ থেকে ফজলুল্লাহ আইএসের উদ্দেশে আরো বলেন, এই সঙ্কটকালীন সময়ে আপনাদের ধৈর্য্য ধারণ ও একাতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতা ভুলে যান।