সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আইএসের গণহত্যাযজ্ঞে ৩২২ সুন্নি নিহত

48636_ert

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা স্থানীয় একটি সুন্নি নৃ-গোষ্ঠীর ৩২২ সদস্যকে হত্যা করেছে। ইরাক সরকার এ পরিসংখ্যান দিয়েছে। গত কয়েকদিনে এ নৃশংস গণহত্যাযজ্ঞ চালায় আইএস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইরাকের মানবাধিকার মন্ত্রণালয় বলেছে, আনবার প্রদেশের একটি অঞ্চলের পানির একটি কূপ থেকে আল-বু নিমুর গোষ্ঠীর ৫০ জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই গোষ্ঠীর ৬৫ সদস্যকে অপহরণ করা হয়েছে। গতকাল সকালে সর্বশেষ হামলাটি চালায় আইএস। কাতারে দাঁড় করিয়ে ৫০ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে মধ্যে ১০ নারী ও শিশু রয়েছে। আইএস’র বিরুদ্ধে মূলত শিয়া-প্রধান সরকার ইরাকে যে অভিযান চালাচ্ছে, তাতে অংশ নেয়ার প্রতিশোধ হিসেবে একের পর এক সুন্নি নিধনযজ্ঞ চালাচ্ছে আইএস। অপহৃত ৬৫ জনকে যুদ্ধবন্দী হিসেবে আটক রেখেছে আইএস। কট্টরপন্থি সংগঠনটি সুন্নি গোত্রগুলো থেকে বহু গবাদিপশুও চুরি করেছে। সরকার তাদের পরিত্যাগ করেছে বলে অভিযোগ আনলেন সুন্নি গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা শেখ নাইম। তিনি বলছিলেন, আমরা বহুবার তাদের কাছে অস্ত্র চেয়েছি। কিন্তু, সরকার আমাদের শুধু প্রতিশ্রুতিই দিয়েছে। কয়েকদিন আগে বেশ কয়েকটি গণকবর থেকে বহু লাশ উদ্ধার করা হয়।