বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আইএসএলে ধোনি যখন গোলকিপার

image_144972_0.b1dambcciaauhj--449x252
প্রথমবার আইএসএলে নিজের দলের সমর্থনে মাঠে এসে জয়ের উৎসবে মাতলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ম্যাচের শেষে গোলকিপার গ্লাভস হাতে যেন পুরনো দিনে ফিরে গেলেন । মঙ্গলবার চেন্নাইয়ে রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে ৫-১ গোলে হারা অভিষেক বচ্চন ও ধোনির চেন্নাই এফসি। মাঠে বসেই নিজের দলের গোল-উৎসব দেখেন তিনি। ম্যাচের পর সেলিব্রিটি চ্যারিটি চ্যালেঞ্জে গ্লাভস হাতে মাঠে নেমে পড়েন তিনি। গ্লাভস হাতে পেনাল্টি সেভ করলেন ৩৩ বছরের ধোনি। প্রতিটি পেনাল্টি বাঁচানোর জন্য ২৫ থেকে ৫০ হাজার টাকা  পেলেন ধোনি। যা তিনি চ্যারিটির জন্য দান করে দেন।