রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করা দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। সোমবার রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক গত ২রা ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনাকাঙ্খিত ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সেতু ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হল। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পাশাপশি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘেœ চলার লক্ষ্যে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।