ইউক্রেনের লুগানেস্ক বিমান বন্দরে অস্ত্রধারীদের বিমান বিধ্বংসী ভারি মেশিনগানের গুলিতে কিয়েভের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত হয়ে ৪৯ ব্যক্তি নিহত হয়েছে। শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।ভূপাতিত হওয়ার সময়ে সেনা, যন্ত্রপাতি এবং খাদ্য সামগ্রী বহন করছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি সুপরিসর সামরিক পরিবহন বিমান আইএল-৭৬। অবশ্য ঘটনার সময়ে বিমানটি কতো সেনা বহন করছিল সে সংখ্যা এখনো জানান হয়নি। চার ইঞ্জিনের আইএল-৭৬ বিমানে সাত জন ক্রু থাকে এবং এটি ১৬৭ জন সেনা এবং তাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র বহন করতে পারে।গত মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণার পর তাদের বিরুদ্ধে সেনা অভিযানে নেমেছে ইউক্রেন এবং এ অভিযানে এ পর্যন্ত শত শত যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অবশ্য এর আগে কিয়েভ বাহিনী একদিনে এতো ব্যাপক ক্ষতির মুখে পড়েনি।মার্কিন পররাষ্ট্র দফতর অভিযোগ করেছে, রাশিয়ার ট্যাংক এবং রকেট লাঞ্চার ইউক্রেনে ঢুকেছে। একইসঙ্গে ক্রেমলিনের এ জাতীয় পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র মারি হারাফ সাংবাদিকদের কাছে বলেন, গত তিন দিনে তিনটি টি-৬৪ ট্যাংক এবং অনেক বিএম-২১ বা গ্র্যান্ড মাল্টিপল রকেট লাঞ্চারসহ অন্যান্য সামরিক যান রাশিয়া থেকে ইউক্রেনে ঢুকেছে। ক্রেমলিনের এ পদক্ষেপ অগ্রহণযোগ্য বলেও জানান তিনি।