বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন হলো মেলবোর্নে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে শেষ হলো, সেখান থেকেই বুঝি অস্ট্রেলিয়ায় শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। আলো ঝলমলে এই অনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের একটি করে গানের সাথে উঠে আসে সেই দেশের নাচ আর গানের সংস্কৃতি। বাংলাদেশের নাচিয়েরা নেচেছেন “চলো বাংলাদেশ” শীর্ষক একটি বিজ্ঞাপন সংগীতের সাথে। ভারতীয়রা ভারতের, অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ার, ক্যারিবিয়ানরা ক্যারিবিয়ার মতো করে তাদের ঐতিহ্য তুলে ধরেছে। অস্ট্রেলিয়ার আয়োজকদের চ্যালেঞ্জ ছিল এই আয়োজনটা নিখুঁতভাবে তুলে আনার। আর তাতে তারা সফলই বলতে হবে।একের পর এক গান আর নাচে সময়ের ঘোড়া ছুটেছে দ্রুত। কখন যে সব দেশের গান শেষ হলো তাই বোঝা যায়নি। তবে মাঠজুড়ে হাজারো ভিন্ন ভিন্ন সংস্কৃতির দর্শকরা এরপর আরেকবার আনন্দের উপলক্ষ পেয়েছেন। প্রত্যেক দেশের অধিনায়ক, মানে অস্ট্রেলিয়ায় যারা আছেন তারা এলেন মঞ্চে। নিউজিল্যান্ডে যারা থাকছে তাদের পতাকা এসেছে মঞ্চে। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সগর্ব উপস্থিতি ছিল মঞ্চে।এরপর জায়ান্ট এক আলোকিত ক্রিকেট মূর্তি বিশাল ক্রিকেট ব্যাট নিয়ে মঞ্চ অধিকারে নিয়েছে। তার ব্যাটের আঘাতের সাথে আলো জ্বলে ওঠে। আতশবাজির ছটায় আলোকিত হয় চারদিক। আর এবারের বিশ্বকাপের উদ্বোধনটাও মনোমুগ্ধকরই করলো অস্ট্রেলিয়া। এরপরও ছিল গান, নাচ, কিছু আয়োজন।