অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সোমবার দেশটিতে পরমাণু জ্বালানি ব্যবহারের পথ উন্মুক্ত করলেন। কারণ গ্রীনহাউস গ্যাস নি:সরণ কমিয়ে আনতে দেশটির ওপর চাপ ক্রমেই বাড়ছে। কাজাখস্তান ও কানাডার পর অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় পর্যায়ের ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হলেও সাশ্রয়ী কয়লা ও প্রাকৃতিক গ্যাসের কারণে দেশটি পরমাণু জ্বালানি ব্যবহার করে না। এমনকি অস্ট্রেলিয়ার জনগণের মনোভাবও এ জ্বালানি ব্যবহারের বিপক্ষে। আগামী বছরের শেষের দিকে ফ্রান্সে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আলোচনায় ২০২০ সাল নাগাদ জলবায়ুর লক্ষ্যমাত্রা ঘোষণার ক্ষেত্রে ক্যানবেরার ওপর প্রচন্ড চাপ রয়েছে। এ প্রেক্ষাপটে অ্যাবোট পরমাণু জ্বালানী ব্যবহারের পথ উন্মুক্তের কথা বললেন।