Monday, February 10Welcome khabarica24 Online

অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

অর্থ-চুরির-ঘটনায়-বাংলাদেশ-ব্যাংকের-বিরুদ্ধে-ব্যবস্থা

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, বিষয়টা দুই মাস আগে ঘটলেও আমাকে জানানো হয়নি। এটি বাংলাদেশ ব্যাংকের এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। পুরো বিষয়টি নিয়ে আমি খুবই অখুশি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অদক্ষ ব্যবস্থাপনার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি বিবৃতি দেব। এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম আজ বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজই অর্থচুরির বিষয়ে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জেনেছে। এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোন তদন্ত কমিটি করা হয়নি বলে জানান তিনি। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা রাজি হাসানও উপস্থিত ছিলেন।