Saturday, January 25Welcome khabarica24 Online

অর্থপাচারের অভিযোগে মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা

image_65951
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে রমনা থানায় মামলাটি করেন।
৯ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৩৮১ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। এর আগে দুদক কার্যলায়ে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়। সেই সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।