আমার ভেতরের আমিটাকে এখন আর খুঁজে পাই না,
তবে তোমার অস্তিত্ব প্রতি মুহূর্তে আমার ভেতর জানান দিয়ে যায়।
কবে থেকে এক দিস্তে মন খারাপের কবিতাগুলো জমছিল তাও ভুলে গেছি,
কুয়াশা জমে থাকা জানলাতে আর শালিকটাও এসে বসে না এখন।
— এ শহরে বহুদিন হল রোদ উঠে না।
এ লজ্জা আমায় কুড়েকুড়ে খেতে থাকে জানো!!
তোমায় আমার হাসি এখন আর হাসায় না,
তোমাকে আমার কান্না আর এখন ছোঁয় না,
তবুও সেই তোমাকেই ছুঁয়ে থাকতে মন চায়,
বারেবারে আমি মিলিয়ে যেতে চাই অন্ধকারে।।
তোমার সকালেই ফের সূর্য খুঁজি,
মন খারাপের রাতগুলোকে আবার ফিরিয়ে আনি।
তোমার ভাবনা আমায় চারিদিক থেকে ঝাপটে ধরে,
বেঁচে থাকার দায় বুঝি একেই বলে!