আজ শনিবার ভোর ৬টার দিকে সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রকিবুল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক রাকিবুল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তোহপন উপজেলার ছাত্রাহাটী গ্রামের সাইদুর মিয়ার ছেলে।
পত্নীতলা ১৪ বিজিবির মেজর ইকবাল আখতার জানান, ভোরে ভারতীয় নাগরিক রকিবুল ৫টি গরু নিয়ে বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে আসে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে গরুগুলো উদ্ধার করে।
বিজিবির হাতে আটকের পর রকিবুল অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করলে তাকে সাপাহার থানায় পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।