সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি যে কোন সময় সংলাপে বসতে প্রস্তুত। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ইউগো আস্তোতোর সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানান, বৈঠকে বিএনপির তরফ থেকে ইইউ প্রতিনিধিদের বলা হয়েছে, ইইউ যে সব বিষয় বিশ্বের কাছে তুলে ধরে সেই বিষয়গুলো হচ্ছে- মানবাধিকার, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এর কোনটাই এখন বাংলাদেশে নেই। বর্তমান সরকারও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয়। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বৈঠকে ইইউ প্রতিনিধি বিএনপি চেয়ারপারসনের কাছে জানতে চেয়েছেন তিনি সংলাপের জন্য প্রস্তুত কিনা। জবাবে বিএনপি চেয়ারপারসন বলেছেন, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে যে কোন সময় সংলাপে বসতে প্রস্তুত বিএনপি। শমসের মবিন চৌধুরী জানান, ইইউ’র সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত সোয়া ৮টা থেকে ৮টা ৫৫ মিনিট পর্যন্ত ইইউ’র প্রতিনিধির সঙ্গে অত্যন্ত আন্তরিকতা পরিবেশে এ বৈঠক হয়েছে। বৈঠক শেষে ইইউ প্রতিনিধির সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেন নি। তবে শমসের মবিন চৌধুরী জানান, আজ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ইইউ’র প্রতিনিধি দল তাদের বক্তব্য জানাবেন। বৈঠকে ইইউ’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা ও রাজনৈতিক বাণিজ্য ও তথ্য এবং যোগাযোগ বিষয়ক সহকারী প্রতিনিধি চ্যারি ম্যারিলিন ডিও এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ অংশ নেন।