ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার শেন ওয়ার্ন অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।যদিও শচীন কিংবা শেন ওয়ার্ন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানান নি। তবে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার এ বছরের জানুয়ারিতে এক টুইট বার্তায় জানিয়েছিলেন, আমি ও শচীন খুব শিগগিরই একটা ঘোষণা দিতে যাচ্ছি। ধারণা করা হচ্ছে ঘোষণা ওই টি-২০ ক্রিকেট লিগ নিয়ে।অস্ট্রেলিয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এরই মধ্যে যোগাযোগ করেছেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মাইকেল ভন, আন্ড্র ফ্লিনটফ ও জ্যাক ক্যালিসের মতো বিশ্ব তারকারা।প্রতিযোগিতার স্পন্সর হচ্ছে ভারতীয় কোম্পানি এসেল গ্রুপ। যুক্তরাষ্ট্রে চলতি বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টের উদ্বোধনী আসর বসবে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।