Sunday, January 19Welcome khabarica24 Online

অবশেষে বিপাশার বিয়ের সানাই

image_53582.bipasha-harman-382
আরও একটা বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। বহুদিন লুকিয়ে প্রেম করার পর অবশেষে এক সাক্ষাৎকারে বিপাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন হরমন বাওয়েজা। বিপাশার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন।
বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙার পর এই বছরই বিয়ে করেছেন জন আব্রাহাম। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে করবেন বিপাশা-হরমনও। অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথম একসঙ্গে দেখা যায় তাঁদের। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠানেই একসঙ্গে আসেন বিপাশা-হরমন। সেখান থেকেই শুরু সম্পর্ক নিয়ে জল্পনা। অবশেষে স্বীকার করে নিলেন নিজেরাই।জানা গেছে, দুই পরিবারের মধ্যেও বিয়ের আলোচনা শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই।