মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর

image_201122
পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত নেতাকর্মীদের অবরোধ চালিযে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 বুধবার বিকেলে গুলশানের একটি বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।’
 রিজভী বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি সুস্থ হলেই আবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এ ফ্যাসিবাদি, স্বৈরাচারী সরকার হিটলারের গ্যাস চেম্বার স্টাইলে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। দুর্বার আন্দোলনে এ সরকারের পতন ঘটাতে হবে।
 তিনি অভিযোগ করে বলেন, সরকার দেশনেত্রীকে শ্বাসরোধে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পেপার স্প্রে নিক্ষেপ করেছিল। এই বিষাক্ত পেপার স্প্রের পর থেকে তিনি অসুস্থ।এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত বিএনপির সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।এর আগে সকালে অ্যাপোলো হাসপাতাল থেকে পালিয়ে অজ্ঞাত স্থানে আশ্রয় নেন। এ ঘটনায় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ ভাটারা খানায় জিডি করে।