বিশেষ প্রতিনিধি-
অপু টেলিকম ও যুব ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্ধোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় মীরসরাই সদরে অবস্থিত রুফটপ হোটেলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মীরসরাইয়ে এর পুর্বে কোনো যুব ট্রেনিং সেন্টার প্রতিষ্টা করা হয়নি । আমি মনে করি মীরসরাইয়ের যুবকদের বেকারত্ব দূর করতে অপু টেলিকম অনেক বড় ভুমিকা রাখবে। অপু যে কাজটি করেছে তা অনুসরনীয়। বিনির্মাণ এর আহব্বায়ক তানভীর হোসেন সভা পরবর্তী সাক্ষাৎকারে বলেন, “বর্তমানের কর্মক্ষম ব্যক্তি বিশেষত তরুণরা উৎপাদনশীল কাজ করতে চায়। দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে বেকারত্ব সমস্যার সমাধান অতীব জরুরি এবং এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের বিকল্প নেই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক মফিজুল হক , এসপি টেকনোলজিস এর সত্ত্বাধিকারী মুরাদ , সাংবাদিক মাইন উদ্দিন , সিনিয়র সাংবাদিক মাহবুব পলাশ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য যে অপু টেলিকম ও যুব ট্রেনিং ইনস্টিটিউটে মোবাইল রিপেয়ারিং, হার্ডওয়্যার ও মোবাইল সফটওয়্যার কোর্স এর মূল্য- ৩০০০০/- টাকা। মীরসরাইয়ের যুবকদের জন্য রয়েছে ১৫% ছাড়।