শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অনিশ্চয়তায় পড়তে পারে মালয়েশিয়া এয়ারলাইনস

malaysian-airlines-plane-01_49006_18603

ইউক্রেনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার জের ধরে ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়তে পারে মালয়েশিয়া এয়ারলাইনস। গত বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর শুক্রবার দেশটির শেয়ারবাজারে মালয়েশিয়া এয়ারলাইনসের শেয়ারের দরপতন হয়েছে। এদিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ কমে গেছে।
বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১৯৮ জন আরোহীর সবাই নিহত হন। গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনায় পড়ল মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান। এর আগে গত মার্চে মালয়েশিয়া থেকে বেইজিং যাওয়ার পথে ফ্লাইট এমএইচ ৩৭০ হারিয়ে যায়। আজও বিমানটির কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে মালয়েশিয়া এয়ারলাইনসের অর্থায়নকারী ব্যাংক ডিভিবি ব্যাংকের প্রধান এভিয়েশন কর্মকর্তা বাটর্্রান্ড গ্রাবোস্কি বলেন, অল্প কয়েক মাসের মধ্যে দুটি বিমান দুর্ঘটনা একেবারেই কাকতালীয় ব্যাপার। অতীতে, যা কখনো ঘটেনি। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সরাসরি বড় ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। কয়েক বছর ধরে ক্ষতিতে রয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। গত নয় মাসে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪০ শতাংশ কমে গেছে। এএফপি।