প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝেও অনাথ শিশুদের সংগে রোববার বেশ কিছু সময় কাটিয়েছেন। রোববার দুপুরে তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত এসওএস শিশু পল্লীতে অনাথ শিশুদের মাঝে বেশ কিছু সময় কাটান।প্রধানমন্ত্রী অনাথ শিশুদের চকোলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার দেন। এছাড়াও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুদের দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে উল্লেসিত হয়ে উঠে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর দৌহিত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী পেপি সিদ্দিক, কন্যা লীলা ও পুত্র কাইয়াস মুজিব সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।