আইনমন্ত্রী আনিসুল হক সংসদে জানিয়েছেন, জনদুর্ভোগ কমাতে অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো পরিচয়পত্র পুনরায় উত্তোলনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আগারগাঁও ইসলামী ফাউন্ডেশন ভবনের কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। সেখানে ১০টি বুথে দৈনিক গড়ে দেড় হাজার মানুষকে এ সেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ইসি ইতিমধ্যে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় উপজেলা পর্যায় পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম বিস্তৃত করেছে। এ ছাড়া অনলাইনে আবেদনের মাধ্যমে এ সেবা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আইনমন্ত্রী জানান, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের [ভিপিএন] মাধ্যমে এ সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটা চালু হলে সব উপজেলা কার্যালয় থেকে একদিনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব হবে।