সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অধিনায়ক হিসেবে তৃতীয়স্থানে থাকলেন ডি ভিলিয়ার্স

image_202426.viliarce

 

বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে পিছনে ফেলতে পারলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
২০০৭ বিশ্বকাপে ৫৪৮ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন জয়াবর্ধনে। দ্বিতীয়স্থানটি দখল করে আছেন পন্টিং। ২০০৭ আসরেই ৫৩৯ রান করছিলেন পন্টিং। আর চলতি আসরে ৪৮৫ রান করলেন ডি ভিলিয়ার্স।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ অধিনায়ক :
খেলোয়াড় ম্যাচ ইনিংস অপরাজিত রান গড়
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা, ২০০৭ বিশ্বকাপ) ১১ ১১ ২ ৫৪৮ ৬০.৮৮
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ২০০৭ বিশ্বকাপ) ১১ ৯ ১ ৫৩৯ ৬৭.৩৭
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা, ২০১৫ বিশ্বকাপ) ৮ ৭ ২ ৪৮২ ৯৬.৪০
সৌরভ গাঙ্গুলী (ভারত, ২০০৩ বিশ্বকাপ) ১১ ১১ ৩ ৪৬৫ ৫৮.১২
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা, ২০১১ বিশ্বকাপ) ৯ ৮ ৩ ৪৬৫ ৯৩.০০