Friday, January 17Welcome khabarica24 Online

অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

image_89393_0

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় থেকে এক অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বোরবার সকাল ৯টার দিকে সিআরবি বাংলোর পাশের নির্জন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ারী) আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তরুণীর আনুমানিক বয়স ২২-২৩ বছর হবে। তার গলায় কাটা দাগ আছে। পরনে ছিল সালোয়ার-কামিজ ও বোরকা। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা থাকে গলাকেটে হত্যা করে লাশ এখানে ফেলে রেখেছে।’লাশটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।