নিজস্ব প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ৩০ বান্ডেল টিন বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্র“য়ারি) দুুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করা হয় প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরীর সৌজন্যে। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের সাধারণ সম্পাদক এজেডএম সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় এবং সভাপতি লায়ন তাহের আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন এমডিএম মহি উদ্দিন চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের সহ-সভাপতি লায়ন গোলাম মাওলা, বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানী, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন, সাবেক সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, মীরসরাই পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন রফিকুল ইসলাম পারভেজ, মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান লিটন, যুবদল নেতা দেলোয়ার হোসেন, আবু জাফর, আকবর বাদশা, ছাত্রদল নেতা ইমরান হোসেন ইরান প্রমুখ।