সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর মূল পাইলিং ও নদী শাসনের মূল কাজ আগামী অক্টোবরে শুরু হবে। আজ বুধবার দুপুরে দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতুর মাওয়া প্রান্তের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের মূল কাজ আগামী অক্টোবরে শুরু হবে। ইতোমধ্যে সেতুর ট্রায়াল পাইলের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে নদী শাসনের প্রাথমিক কাজও চলছে। তিনি বলেন, সেতুর অন্যান্য কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সেতুর সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।