Wednesday, October 16Welcome khabarica24 Online

USAID এর অর্থায়নে লিডারর্স কনভেনশন অনুষ্ঠান সম্পন্ন

IMG_20160119_143704
নিজস্ব প্রতিবেদক: আজ ২০ ডিসেম্বর USAID এর অর্থায়নে ও Counterpart intanational এর কারিগরী সহযোগিতায়- ইপসা কর্তৃক আয়োজিত লিডারর্স কনভেনশন সভা মায়ানী ইউনিয়ন পরিষদে সকাল ১১টা অনুষ্ঠিত হয় । উক্ত কনভেনশন এর উদ্দেশ্য সংযুক্তি সভায় আলেয়া বেগমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা ফোরামের সভাপতি জনাব সনজিত চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইউডি এফ মেম্বার ,সচিব,ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা,স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,মিডিয়া প্রতিনিধি সহ সর্ব মোট ৮১ জন আর ইপসা থেকে ছিলেন আলেয়া বেগম ও জান্নাতুল ফেরদৌস সোহাগ প্রোগ্রাম অফিসার-ইপসা এল.ডি.পি।