
বসন্ত সমাচার : অগ্নি তালুকদার
আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিজ্ঞান-প্রযুক্তি, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
আদর বিক্রিতা বিরহী কোকিল
মধুহীন শিমুল পরাগে ডেকে ডেকে
সারা..
ভাট ফুলের জংলী যৌবন ছোঁয়ে যায়
আদিবাসী কিশোরী প্রথম প্রনয় !
গাঙ শালিকের ঝাঁক বাঁক বদলায়
রোদের শরীর হারায়, তাদের ডানায়
জলের অপেক্ষা, ধোয়ে দিবে রাঙা পা
আলতা হাতে..
লোকালয়েও নতুন লোকাচার----
রোপা ধান লেগে গেছে ফসলের মায়ায়
জমির বুকে -
পথের ধারে ঘাসফুলের হাসি জানান দেয়
এইসব বসন্ত সমাচার ।...