শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১২ ঘণ্টায় শেষ অনলাইন টিকিট

dssh

মাত্র ১২ ঘণ্টার মধ্যে শেষ হলো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টোয়েন্টি১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ এপ্রিলের ফাইনাল ম্যাচের সব অনলাইন টিকিট। শুধু তা-ই নয়, ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব কটি ম্যাচেরও অনলাইন টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৭ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে অগ্রণী, এনসিসি ব্যাংক থেকে এবং অনলাইনে একসঙ্গে শুরু হয় ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রয়।কিন্তু রোববার রাত সোয়া ১০টার দিকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের ঢাকার ম্যাচ এবং ফাইনাল-সেমিফাইনালের কোনো টিকিট পাওয়া যায়নি।শুক্রবার রাত থেকেই সারাদেশের অগ্রণী ও এনসিসি ব্যাংকে ক্রিকেটপ্রেমীদের ভিড় থাকলেও অনলাইনেও চাহিদার কমতি ছিল না। বাংলাদেশের একটি খেলাসহ ভারত-পাকিস্তান, পাকিস্তান-অস্ট্রেলিয়া, ভারত-অস্ট্রেলিয়া ও ওয়েস্টইন্ডিজের ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনালের সব অনলাইন টিকিট বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র ডাচ-বাংলা নেক্সাস কার্ড এবং ব্র্যাক ব্যাংকের মাস্টার ও ভিসা কার্ড হোল্ডাররা তাদের কার্ড দিয়ে অনলাইনে এসব টিকিট কিনতে পারছেন। কতগুলো টিকিট অনলাইনে ছাড়া হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও বিসিবি জানায়, সব দেশের মানুষের জন্য টিকিট সহজলভ্য করতে অনলাইনে ৩০ শতাংশ টিকিট ছাড়া হয়েছে। তবে আইসিসির ওয়েবসাইটের হিসেব মতে ঢাকার বাইরের দুটি ভেন্যু সিলেট ও চট্টগ্রামের ম্যাচের টিকিট এখনও অবশিষ্ট রয়েছে।

Leave a Reply