শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হিঙ্গুলীর আজমনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে ইউনিয়ন আওয়ামীলীগের অনুদান প্রদান

নাছির উদ্দিন ঃ
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ২ নং হিঙ্গুলী ইউনিয়নের উত্তর আজম নগর গ্রামে গতকাল ১৮ জানুয়ারী শনিবার বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের দ্বারা সৃষ্ট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের সদস্যদের হাতে নগদঅর্থ প্রদান করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। হিঙ্গুলী ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সোনা মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ মিলে সাধ্যমত আর্থিক অনুদান ইউনিয়ন সভাপতির হাতে প্রদান করেন। তিনি সকল টাকা একত্রিত করে নেতৃবৃন্দকে নিয়ে ১৯ জানুয়ারী রবিবার বিকালে ক্ষতিগ্রস্থদের বাড়ী যেয়ে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে উক্ত অনুদান প্রদান করেন। এছাড়াও গতকাল অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তারা ক্ষতিগ্রস্থদের হাতে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। সর্বমোট প্রত্যেককে ২০ হাজার করে ১লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় সোনা মিয়া আরো বলেন, এই অনুদান ছাড়াও সরকারী এবং বেসরকারী ভাবে তাদেরকে আরো অনুদান প্রদান করা হবে। সূত্রে আরো জানা যায়, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রবিবার সকালে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্থদের হাতে ৫০ কেজি করে চাউল, ১টি করে কম্বল ও অন্যান্য খাদ্যদ্রব্য প্রদান করেন।
উল্লেখ্য, শনিবার বিকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর আজম নগর গ্রামের রবিউল হোসেন মাস্টার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী।