মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হরতালে ফের পেছাচ্ছে জেএসসি পরীক্ষা

jsc

নিজস্ব প্রতিনিধি

হরতালের কারনে ১০, ১১ ও ১২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) নির্ধারিত বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে। শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্র-শনিবার পরীক্ষা নিলেও তো এক দিনের পরীক্ষার বাকি থাকে। মন্ত্রী-সচিবের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে। ৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারনে বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় এবং শুক্রবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের কথা ভেবেই হরতাল না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।আটটি সাধারণ বার্ডের অধীনে জেএসডিতে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান এবং ১২ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ১০ নভেম্বর ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১২ নভেম্বর বাংলা সাহিত্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত ১৮ দলীয় জোট গত ৪, ৫ ও ৬ নভেম্বরও হরতাল করে। ফলে  ৪ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসির চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

Leave a Reply