শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্পিকারের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

image_43386.shirin+sharmin+chowdhury+2

 

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হেদার ক্রোডেন আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। তাঁরা দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।কানাডার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্পিকার জাতীয় সংসদের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে তাঁকে অবহিত করেন।হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।স্পিকার দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারকে বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply