বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সৌদি আরব জেদ্দায় পালিত হলো বৈশাখী মেলা

মোহাম্মদ আলী রাশেদ, সৌদি আরব থেকে :

Screenshot_2014-05-11-15-30-44-1
বাংলাদেশের ছয়টি ঋতু’র একে একে আগমনের সাথে সাথে এখানকার প্রকৃতিও যেন আকাশ-বাতাসকে নিয়ে নতুন রুপ ধারণ করে আর প্রকৃতির এমন সৌন্দর্য্যে মানুষের মনও হয়ে ওঠে আনন্দে আত্মহারা ! আর এ আনন্দে মত্ত হয়ে তারা আয়োজন করে নানান রকম অনুষ্ঠানের।গ্রামে – শহরে সর্বত্র এই আনন্দের স্পর্শ ছড়িয়ে পড়ে । এ উৎসব আমাদের গ্রামীন সমাজের শতকরা আশি জনের সামাজিক উৎসব আর এ জন্য এটা আমাদের কৃষ্টি ও সংস্কৃতির ধারকও বটে। এ সময়ে আমরা একদিকে যেমন নতুনকে স্বাগত জানানোর জন্য সবাই উদগ্রীব হয়ে ওঠি আবার অন্যদিকে পুরানোর কাছে প্রার্থনা করি যেন সে সুন্দর ভাবে সবার কাছ থেকে বিদায় নেয় আর তাই প্রান-প্রাচুর্য্যে ভরপুর হয়ে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই মনের আনন্দে গেয়ে ওঠে । আনন্দ মুখর পরিবেশে জেদ্দা বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর ১৫ তম বৈশাখী উদযাপন  অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে অরাজনৈতিক একটি সংগঠন তারিখ ০৯/০৫/২০১৪ ইং। উক্ত বৈশাখী মেলার অনুষ্ঠানে সারতাজুল আলম দিপুর পরিচালনায় মেলায়  প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেট জেনারেল নাজমুল ইসলাম , বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আজিজুউর রহমান দিলু , ইউসুফ মাহমুদ ফরাজি, দেলোয়ার সরকার,জাকির হুসেন , আ খ ম জসিম , মুকুল প্রমুখ। জেদ্দা প্রবাসী শিল্পীদের উপস্থিতে ভিবিন্ন শিল্পী গুষ্ঠী বৈশাখী গান পরিবেশন করেন ।মেলায় হাজার হাজার প্রবাসীদের আনন্দ মাতিয়ে তুলেন বৈশাখী শিল্পী গুষ্ঠীরা , সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত গান পরিবেশন করেন । উক্ত বৈশাখী মেলায় অনেক ধরনের লাল সবুজ নিল ও হলুদ শাড়ি পরে মহিলারা মেলায় এসেছেন , পুরাতন বৎসর পেলে নতুন বৎসরকে কাদে তুলে নিয়ে পুরাতন সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে নতুন বৎসর কে বরন করে নেন । শিল্পী সেলিম রেজার কন্ঠে বাউল আব্দুল করিমের গান পরিবেশন করেন , যখন বাউল আব্দুল করিমের গান শেষ করার পর পরিই মেলা থেকে সুর উটে বাউল আব্দুল করিমের গান পরিবেশ করার জন্য , আব্দুল করিমের গানে মেলা মাতিয়ে তুলে দর্শকদের কে । এদিকে মেলায় অনেক ধরনের হাড়ি পাতিল , হাতের বালা , কাচা আমের , প্রান কোম্পানী সহ অনেক দোকান অস্থায়ী ভাবে বসছিল ।হাজার  হাজার দর্শকদের মেলা গান পরিবেশন করেন জেদ্দার মধুর সুরীরা , শিল্পী পুতুল ভাবি , আকিলা , সালাউদ্দিন , রিয়াজ , মিজান , ও সুলেমান প্রমুখ ।