শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে

nazurul

 

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।নজরুল ইসলাম খান বলেন, যে নির্বাচন দেশবাসী প্রত্যাখান করেছে, বিশ্ববাসী প্রত্যাখান করেছে, সে নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়। সরকার ইতিমধ্যেই পছন্দের প্রার্থী বাছাই করে নির্বাচনে ভোট বিহীন জয়ের ব্যবস্থা করে নিয়েছে। এ অবস্থায় সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত।বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়, তারা কখনোই সমঝোতার পথে আসবে না। সমঝোতা নিয়ে তাদের বক্তব্যে ‘যদি’ এবং ‘প্রয়োজনে’র আধিক্যই প্রমাণ করে তারা সমঝোতা চায় না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ সরকারই নস্যাৎ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
উৎস- যুগান্তর

Leave a Reply