শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সেচ্ছাসেবী সংগঠন ‘অন্যরকম বাংলাদেশ’র বার্ষিক সভায় ২০১৮-২০১৯ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি ঃ  অনুষ্ঠিত হলো বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অন্যরকম বাংলাদেশের বার্ষিক সভা, নবীণ সদস্য ও উপদেষ্ঠা বরণ এবং ২০১৮-২০১৯ কেন্দ্রীয় কমিটি ঘোষণা। খান মোহাম্মদ মোস্তফা: গতকাল ০৯-০১-২০১৮ইং চট্টগ্রাম নগরী’র দেওয়ানহাট একটি হল রুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যতিক্রমধর্মী সেচ্ছাসেবী সংগঠন অন্যরকম বাংলাদেশর বার্ষিক সভা, নবীণ সদস্য ও উপদেষ্ঠা বরণ এবং মূল আকর্ষণ ২০১৮-২০১৯ কার্যকরী পরিষদ গঠিত হয়। সভাপতিত্ব করেন অন্যরকম বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোহাম্মদ মোমিনুল ইসলাম, উপস্থাপনা করেন নবনির্বাচিত শিক্ষা সম্পাদিকা তাসলিমা সুলতানা এবং সঞ্চালনা করেন সাবেক ও বর্তমান সভাপতি রাসেল মির্জা। অনুষ্ঠানের প্রথম প্রহর শুরু হয় বিকেল ৩-৩০ মিনিট-এ নবীণ সদস্য আবিদ আল আবদুল্লাহ’র কন্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারপর সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন। এরপর সূচনা বক্তব্য রাখেন বিগত এক বছরের কাজ নিয়ে বক্তব্য রাখেন সাকিব বিন রাসিদ ও সাবেক ও বর্তমান সভাপতি রাসেল মির্জা। উক্ত অনুষ্ঠানে আরো অংশ হিসেবে ছিল – → নবীন বরণ →উপদেষ্ঠা সম্মাননা →অতিথি সম্মাননা →বিশেষ অবদান সম্মাননা →২০১৮-১৯ কমিটি ঘোষনা →শপথ গ্রহন সহ নানা রকম আয়োজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান অতিথি-লায়ন আবুল কাসেম (এম.জে.এফ) উপদেষ্ঠা এবং বিশিষ্ট্য ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রধান বক্তা-লায়ন্স বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রধান আলোচক-হেলাল উদ্দীন শিক্ষানুরাগী সমাজসেবক ও সংগঠক সম্মানীত অতিথি-শাহ আলম খান উপদেষ্ঠা এবং বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক বিশেষ অতিথি-মোস্তফা জুয়েল উপদেষ্ঠা এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক বিশেষ অতিথি-লায়ন সাফিজুল ইসলাম সমাজসেবক ও সংগঠক বিশেষ অতিথি-লায়ন কামাল উদ্দিন বিশিষ্ট্য সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশেষ অতিথি-কাজী হুমায়ুন কবির সাধারন সম্পাদক রিপোর্টাস ইউনিট চট্টগ্রাম সভাপতিত্ব করেন-মোঃ মোমিনুল ইসলাম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাথে উপস্থিত ছিল অন্যরকম বাংলাদেশ এর সকল স্বেচ্চাসেবীবৃন্দ ২০১৭ সালের আয় ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন অন্যরকম বাংলাদেশ এর সাবেক অর্থ সম্পাদক -সুদিপ্ত বর্ধন বিশিষ্ট্য অতিথিবৃন্দ অন্যরকম বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং আগামীর সফলতা কামনা করেন এবং সব সময় অন্যরকম বাংলাদেশ এর পাশে থাকার আশা ব্যাক্ত করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। এর পর সকলের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি: নতুন কমিটিতে যারা এসেছেন চেয়ারম্যান মোহাম্মদ মোমিনুল ইসলাম, সভাপতি মোঃ রাসেল মির্জা, সাধারণ সম্পাদক আবু রায়হান রিয়াদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর ইমন, সহ-সভাপতি হারুনুর রশিদ , যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আলম, সহ- সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদিকা সাবরিনা সৈয়দ, সহ- সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম হক, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সম্পাদিকা শান্তা বশর, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল আযাদ, অর্থ সম্পাদক সুদীপ্ত বর্ধন, যুগ্ম অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা সম্পাদিকা তাসলিমা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদিকা নাহিদা আক্তার। নির্বাহী সদস্য শীলা দে। অনুষ্ঠানে ছিলেন সাধারণ সদস্য- মোহাম্মদ নূরুন নবী, ঝর্ণা বশর, আপনান জারা, মৌসুমি, সাবরিনা শৈলী। নবীণ সদস্য- আল শাহরিয়া, মোহাম্মদ রাকিব হোসাইন , আবিদ আল আবদুল্লাহ, মোহাম্মদ ইকবাল হোসাইন রনি, এ.এস মিশু, শওকত শুভ, সামিরা নূর