শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিসি ঢালাইয়ের ৬ র্মাসেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুকিপূর্ণ ফাটল

dh ctg mohasorok janjot 01
সিসি ঢালাইয়ের ৬ মাসেইনিজস্ব প্রতিবেদক::::ঢাকা-চট্টগ্রাম ফোর লেন এ সম্প্রতি প্রায়শই লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। কখনো ঘন্টার পর ঘন্টা ও স্থায়ী হচ্ছে এই যানজট। প্রায় লেগে থাকা এই যানজটের সময় বিভিন্ন অংশে মীরসরাই থানা পুলিশ সদস্যদের অনেক চেষ্টা করে যানজট নিরসনে চেষ্টা চালাতে দেখা গেছে। গত বৃহস্প্রতিবার ও গতকাল শুক্রবার ও দফায় দফায় মীরসরাই সদরে ছিল যানজট।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোর লেন এর মীরসরাই সদর অংশে মাত্র ৬ মাস আগেই সম্পন্ন হয় সিসি ঢালাই কাজ। এর মধ্যে ঝুকিপূর্ণ ফাটলের জন্য গত দুদিন ধরে শুরু করতে হয়েছে পূনঃ সংস্কার কাজ। কিন্তু এই সংস্কার কাজ করতে গিয়ে পুরো একটি ডাবল লেইন বন্ধ রাখায় অপর লেন দিয়ে লেগে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। মীরসরাই সদর থেকে সৃষ্ট এই যানজটে দূর পাল্লার যাত্রী সহ গনপরিবহন ও মালামাল পরিবহনকারী সবাইকে দূর্ভোগ পোহাতে হয়। এসময় সিসি ঢালাই করা মীরসরাই সদরের সংস্কার কাজ চলাকালিন পরিলক্ষিত হয় মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু ঢালাই ব্লকের মাঝখান দিয়ে দীর্ঘ ফাটল । এসব ফাটল আর একটু বড় হলেই মহাসড়কে যানচলাচল হবে বিপদজনক ঝুকিপূর্ণ।
সংস্কার কাজে কর্মরত ঢালাই কাটার যান্ত্রিক শ্রমিক পেয়ার আলী ও জালাল এর কাছে এখানে কিকি কাজ হবে জানতে চাইলে শ্রমিকরা বলে এখানে ফেটে যাওয়ায় এসব ঢালাই কেটে তুলে আবার ঢালাই দেয়া হবে। এভাবে ফেটে গেল কেন জানতে চাইলে শ্রমিকরা বলে এসব আমরা জানি না, স্যাররা জানে।
এই বিষয়ে ফোরলেন এর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী জুলফিকার আলী এর কাছে জানতে চাইলে তিনি বলেন মীরসরাই সদরের এসব অংশে ঢালাইয়ের পর দ্রুত রাস্তা চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ায় এমন ফাটল হয়ে গেছে। তাই দ্রুত এর সংস্কার করতে হচ্ছে। কিন্তু এখন এক লেনে উভয়মুখি গাড়ী চলাচলের জন্য দীর্ঘ যানজট কিভাবে সমাধান হবে ? জানতে চাইলে তিনি বলেন মীরসরাই সদরে বাসগুলো দাঁড়াচ্ছে যাত্রী উঠানামা করার জন্য তাই যানজট বেড়ে গেছে। তিনি বলেন আমরা শীঘ্রই এখানে বাজারের দক্ষিন প্রান্তে একটি ‘বাস বে’ করবো। বিশেষ করে চট্টগ্রামমুখী যাত্রী বেশী হবার কারনে এমনটি হচ্ছে । তাই আমরা চট্টগ্রাম মুখি আওয়ামীলীগ অফিসের সামনে থেকে বাস বে এর কাজ ধরবো শীঘ্রই।
আবার এই বিষয়ে মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঞা এর কাছে জানতে চাইলে তিনি বলেন মহাসড়কের এই মীরসরাই সদর অংশে ফোর লেন বিভাগ কদিন এপাশে, কদিন ওপাশে ওদের ইচ্ছে মাফিক পুরো সড়ক বন্ধ করে এসব সংস্কার করছে তাই যানজট বৃদ্ধি পাচ্ছে। তাই অনেক সময় পুলিশ ও হিমশিম খাচ্ছে। যেমন আজ ও হলো। তিনি বলেন ফোর লেন কর্তৃপক্ষ চাইলে ব্লকগুলোর যে অংশে সংস্কার কাজ চলে সেই অংশটুকু বেড়ি দিয়ে বন্ধ রেখে বাকী অংশ খোলা রাখলে অন্তঃত একলাইন হয়ে গাড়ীগুলো পার হতে পারলে এমটি হয়না। কিন্তু সামান্য অংশের সংস্কারের জন্য পুরো লেন বন্ধ করে দিচ্ছে প্রায়ই। এমনটি পুরো মহাসড়কের সকল অংশেই করে চলছেন উনারা। ওসি ইমতিয়াজ ভূঞা বলেন ফোরলেন কর্তৃপক্ষের উচিত জনভোগান্তির দিকে খেয়াল রাখা। যা উনাদের দৃষ্টিতে আসা জরুরী বলে আমি মনে করি।
সিসি ঢালাইয়ের ৬ মাসেইনিজস্ব প্রতিবেদক::::ঢাকা-চট্টগ্রাম ফোর লেন এ সম্প্রতি প্রায়শই লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। কখনো ঘন্টার পর ঘন্টা ও স্থায়ী হচ্ছে এই যানজট। প্রায় লেগে থাকা এই যানজটের সময় বিভিন্ন অংশে মীরসরাই থানা পুলিশ সদস্যদের অনেক চেষ্টা করে যানজট নিরসনে চেষ্টা চালাতে দেখা গেছে। গত বৃহস্প্রতিবার ও গতকাল শুক্রবার ও দফায় দফায় মীরসরাই সদরে ছিল যানজট।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোর লেন এর মীরসরাই সদর অংশে মাত্র ৬ মাস আগেই সম্পন্ন হয় সিসি ঢালাই কাজ। এর মধ্যে ঝুকিপূর্ণ ফাটলের জন্য গত দুদিন ধরে শুরু করতে হয়েছে পূনঃ সংস্কার কাজ। কিন্তু এই সংস্কার কাজ করতে গিয়ে পুরো একটি ডাবল লেইন বন্ধ রাখায় অপর লেন দিয়ে লেগে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। মীরসরাই সদর থেকে সৃষ্ট এই যানজটে দূর পাল্লার যাত্রী সহ গনপরিবহন ও মালামাল পরিবহনকারী সবাইকে দূর্ভোগ পোহাতে হয়। এসময় সিসি ঢালাই করা মীরসরাই সদরের সংস্কার কাজ চলাকালিন পরিলক্ষিত হয় মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু ঢালাই ব্লকের মাঝখান দিয়ে দীর্ঘ ফাটল । এসব ফাটল আর একটু বড় হলেই মহাসড়কে যানচলাচল হবে বিপদজনক ঝুকিপূর্ণ।
সংস্কার কাজে কর্মরত ঢালাই কাটার যান্ত্রিক শ্রমিক পেয়ার আলী ও জালাল এর কাছে এখানে কিকি কাজ হবে জানতে চাইলে শ্রমিকরা বলে এখানে ফেটে যাওয়ায় এসব ঢালাই কেটে তুলে আবার ঢালাই দেয়া হবে। এভাবে ফেটে গেল কেন জানতে চাইলে শ্রমিকরা বলে এসব আমরা জানি না, স্যাররা জানে।
এই বিষয়ে ফোরলেন এর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী জুলফিকার আলী এর কাছে জানতে চাইলে তিনি বলেন মীরসরাই সদরের এসব অংশে ঢালাইয়ের পর দ্রুত রাস্তা চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ায় এমন ফাটল হয়ে গেছে। তাই দ্রুত এর সংস্কার করতে হচ্ছে। কিন্তু এখন এক লেনে উভয়মুখি গাড়ী চলাচলের জন্য দীর্ঘ যানজট কিভাবে সমাধান হবে ? জানতে চাইলে তিনি বলেন মীরসরাই সদরে বাসগুলো দাঁড়াচ্ছে যাত্রী উঠানামা করার জন্য তাই যানজট বেড়ে গেছে। তিনি বলেন আমরা শীঘ্রই এখানে বাজারের দক্ষিন প্রান্তে একটি ‘বাস বে’ করবো। বিশেষ করে চট্টগ্রামমুখী যাত্রী বেশী হবার কারনে এমনটি হচ্ছে । তাই আমরা চট্টগ্রাম মুখি আওয়ামীলীগ অফিসের সামনে থেকে বাস বে এর কাজ ধরবো শীঘ্রই।
আবার এই বিষয়ে মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঞা এর কাছে জানতে চাইলে তিনি বলেন মহাসড়কের এই মীরসরাই সদর অংশে ফোর লেন বিভাগ কদিন এপাশে, কদিন ওপাশে ওদের ইচ্ছে মাফিক পুরো সড়ক বন্ধ করে এসব সংস্কার করছে তাই যানজট বৃদ্ধি পাচ্ছে। তাই অনেক সময় পুলিশ ও হিমশিম খাচ্ছে। যেমন আজ ও হলো। তিনি বলেন ফোর লেন কর্তৃপক্ষ চাইলে ব্লকগুলোর যে অংশে সংস্কার কাজ চলে সেই অংশটুকু বেড়ি দিয়ে বন্ধ রেখে বাকী অংশ খোলা রাখলে অন্তঃত একলাইন হয়ে গাড়ীগুলো পার হতে পারলে এমটি হয়না। কিন্তু সামান্য অংশের সংস্কারের জন্য পুরো লেন বন্ধ করে দিচ্ছে প্রায়ই। এমনটি পুরো মহাসড়কের সকল অংশেই করে চলছেন উনারা। ওসি ইমতিয়াজ ভূঞা বলেন ফোরলেন কর্তৃপক্ষের উচিত জনভোগান্তির দিকে খেয়াল রাখা। যা উনাদের দৃষ্টিতে আসা জরুরী বলে আমি মনে করি।