বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

plan

নিজস্ব প্রতিনিধি

সিরিয়ার গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর লাটাকিয়ার কাছে ইসরাইলি বিমান হামলার ঘটনা ঘটেছে। একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলের ওই বিমান অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানা গেছে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বন্দরনগরী লাটাকিয়া। রাশিয়ার মিসাইল বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করাই এ হামলার প্রধান লক্ষ্য ছিল বলে মনে করছেন কর্মকর্তারা। রাশিয়ায় তৈরি এসএ-১২৫এস ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাতব্যাপী এ হামলা পরিচালিত হয়। কিন্তু, কি কারণে সেখানে হামলা চালানো হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়।এ বছর সিরিয়ায় কমপক্ষে ৩টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল।এদিকে ইসরাইল ও সিরিয়া প্রাথমিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। প্রথম থেকেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়েছে রাশিয়া। ইসরাইল বরাবরই বলেছে, সিরিয়া যদি গতানুগতিক বা রাসায়নিক অস্ত্র বিভিন্ন জঙ্গি সংগঠন বিশেষ করে হিজবুল্লাহর হাতে তুলে দেয়, সেক্ষেত্রে তারা পদক্ষেপ গ্রহণ করবে। আসাদ এর আগে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ভবিষ্যতে ইসরাইল কোন হামলা চালালে, সিরিয়া তার জবাব দেবে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে, তা এখনই আঁচ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply