বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যাকান্ডসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে মীরসরাই পূজা উদ্যাপন পরিষদ। সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মীরসরাই সদরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল শীলের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুদর্শন রায়, মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি জহরলাল নাথ অভি, সাংবাদিক বিপুল দাশ, সাংবাদিক রাজিব মজুমদার, ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, মনোরঞ্জন দাশ, গোপী কুমার দাশ, পরিমল কর্মকার, শংকর শর্মা, অর্জুন নাথ, টিটু নাথ, মিহির নাথ, রতন দাশ রাখাল, সুপ্লব বণিক ননাই, তুষার দাশ রায়, বাপ্পী পাল, সুমন শর্মা, শ্যামল শর্মা, প্রতাপ বণিক রানা প্রমুখ। উক্ত মানববন্ধনে মীরসরাই জগদ্বীশ্বরী কালী বাড়ি কমিটি, জাগো হিন্দু পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।

সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।