বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সানফ্লাওয়ার গ্রামার স্কুলের ১৫ বছর পূর্তি উৎসব উদ্যাপিত

প্রতিনিধি ॥ মীরসরাইয়ে সানফ্লাওয়ার গ্রামার স্কুলের ১৫ বছর পূর্তি উৎসব কেক কেটে পালন করা হয়েছে। ২০০৫ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্ষপূতি উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন রানার সভাপতিত্বে এবং সংগীত শিক্ষক জাফর আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ৪নং ধূম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ২নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সোনা মিয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর পরিচালক আলী আহসান, আওয়ামীলীগ নেতা জামশেদ আলম, স্থানীয় ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নূর নবী সওদাগর, সাধারণ সম্পাদক মুজিবুল হক খানসাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাকিজা সুলতানা প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সানফ্লাওয়ার গ্রামার স্কুলের ১৫ তম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন রানা বলেন, আমরা আমাদের বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এর ফলশ্রুতিতে পাশের হার শতভাগ অক্ষুন্ন রয়েছে। এছাড়াও সরকারী বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এ বিদ্যালয়টির সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা করছি।