শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে জাতি লাভবান হবে- ইকতেদার আহমেদ

10318619_766421896735934_1255681184_n

 

মোহাম্মদ আলী রাশেদ,সৌদি আরব থেকে :

সাবেক জজ, সংবিধান, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক যুগান্তর পত্রিকার কলামিস্ট ইকতেদার আহমেদ বলেছেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে দেশ জাতি লাভবান হবে। সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। আমরা প্রতিদিন সংবাদ পত্রে সাংবাদিকদের লেখা ঘটনার চিত্র দেখতে পাই। একজন সৎ সাংবাদিক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না বরং অন্যায়ের প্রতিবাদ করে। সাংবাদিকতার মধ্য দিয়ে দেশের মানুষের নৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকতার মাঝে সত্যকে সত্য বলার মিথ্যা কে মিথ্যা বলার মত সাহস এবং দৃঢ়তা থাকতে হবে। তবে সেই প্রকৃতি কলম সৈনিক। সাংবাদিকরা বিভক্ত থাকলে দুর্বৃত্ত চক্র সাংবাদিক পীড়নের সুযোগ পায়। তাই সবাই কে বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।সম্প্রতি সৌদি আরব মক্কায় ওমরা শেষে ১লা মে মদিনা মনোয়ারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারত করতে আসলে মদিনা মনোয়ারা প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ হতে সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তিনি এই সব কথাগুলো বলেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সুইডেনে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী সি আই পি কাজী সাহা আলম।