মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাংবাদিকদের সাথে হোপ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে সাংবাদিকদের সাথে হোপ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) মীরসরাই সদরস্থ হোপ মা ও শিশু হাসপাতালের মিলনায়তন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন হোপ মা ও শিশু হাসপাতালের পরিচালক, মীরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু, ব্যবস্থাপনা পরিচালক খালেদা আক্তার, ডাঃ রঞ্জন।
হাসপাতালের পরিচালক শাখের ইসলাম রাজু বলেন, বর্তমানে সিজারের কারনে মানুষ হাসপাতালের সেবা নেওয়া থেকে বিমুখ হচ্ছেন। ফলে সমাজে বিরূপ প্রভাব পড়ছে। স্বাস্থ্যখাত ও ডাক্তারদের উপর আস্থা হারাচ্ছে চিকিৎসা সেবা গ্রহীতারা। তাই আমরা এই হাসপাতালের বিশেষ প্রয়োজন ছাড়া সিজার করাবোনা। নরমাল ডেরিভারীতে বাচ্চা জন্মদানে মায়েদের সহযোগিতা ও চিকিৎসা নিশ্চিত করতে চাই। সকল সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দিন কাশ্মীর। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সিনিয়র সাংবাদিক বিপুল দাস, রাজীব মজুমদার, এম মাঈন উদ্দিন, নাছির উদ্দিন, সুজন চন্দ্র মন্ডল, আবু সাঈদ, ইমাম হোসাইন, কামরুল ইসলাম সহ দুই প্রেস ক্লাবের প্রমুখ সংবাদকর্মীগন।