বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সম্পন্য হলো পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

myani
নিজস্ব প্রতিবেদক: গতকাল ২০ ফেব্রুয়ারি (শনিবার) মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্য হয় বিদ্যালয় প্রাঙ্গনে। গত ১৮ ফেব্রুয়ারি (বৃহস্প্রতিবার) ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। গতকাল ২০ শে ফেব্রুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক আইনুল কবিরের  সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আলী হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার নব নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন, ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১৩নং মায়ানী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম গোলাম সরোয়ার, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য শামছুল আলম দিদার, ১৬ নং সাহের খালী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরুন নবী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি ছালেহ আহম্মদ মাস্টার, ফজলে আলম। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য হুমায়ন কবির বাবুল, দোলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুল কাশেম মেম্বার, নুরুল আবছার, সামসুদ্দিনসহ ইউপি সদস্য মীর কাশেম মেম্বার ও মহিউদ্দিন ফিরোজ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ।
সর্বশেষ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।