মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সন্দেহে অযথা নিরীহ লোককে গণপিটুনি দিবেন না -ওসি জাহিদুল কবির

নিজস্ব প্রতিনিধি :: কিছু মহল ছেলে ধরা সংবাদ অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল সৃষ্টির পায়তারা করছে। ছেলে ধরা সন্দেহে অযথা নিরীহ লোকজন কে গণপিটুনি দিবেন না। ছেলে ধরা গুজবে কান দিবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থা কে অবগত করুন। রাস্তাঘাটে চলাচলরত সন্দিহান আগন্তুক, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধিমতো অপরিচিত কোন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে মারধর করবেন না। জরুরী প্রয়োজনে ৯৯৯ নম্বরে জানানো সবার প্রতি অনুরোধ করেন মীরসরাই থানার ওসি জাহিদুল কবির।


মীরসরাই সদরে ছলে ধরা গুজব না ছড়াতে জনসচেতনতামুলক র‌্যালী ও এক সমাবেশ মীরসরাই থানা পুলিশ। এসময় সচেতনামূলক বক্তব্য প্রদানকালে ওসি তদন্ত উপরোক্ত বক্তব্য রাখেন। র‌্যালীতে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মীরসরাই পৌরসভা, পৌরসভা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রবিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় মডেল স্কুল গেইট থেকে র‌্যালী শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সকলের উদ্দেশ্যে সচেতনতামুলক আরো বক্তব্য রাখেন মীরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, সেকেন্ড অফিসার দীনেশ দাশগুপ্ত, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ-দ্দৌলা, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, আওয়ামীলীগ নেতা শামছুল আলম দিদার, মীরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, পৌরসভার কাউন্সিলর নুরুন নবী, রহিম উল্লাহ, রিজিয়া বেগম, জহির উদ্দিন, , মাষ্টার হোসাইন সবুজ, মাষ্টার দিদারুল আলম প্রমুখ।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির তাঁর বক্তব্যে আরো বলেন, পদ্মা সেতুর জন্য কারো মাথা প্রয়োজন নেই। এটা একটা গুজব। আপনারা গুজবে কান দেবেন না। এছাড়া কাউকে ছেলে ধরা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানায় খবর দেয়ার অনুরোধ করেন তিনি।